কাজী সাবিবর আহমেদ দীপু: মুন্সীগঞ্জ জেলায় কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৮ জন মৃত্যুবরণ করেছে। সোমবার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২৭ পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেছে। এই ২৭ মৃত ব্যক্তির বাড়ী সদর উপজেলায় বলে জানা গেছে। বাকী ৩২টি পরিবারের আর্থিক সহায়তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অবশিষ্ট ৩২টি পরিবারের আর্থিক সহায়তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে প্রেরণ করা হয়েছে। তারা এই সহায়তা পৌছে দিবে।
গ্রাম নগর বার্তা
Leave a Reply