মুন্সীগঞ্জের যেদিকে চোখ যায় সে দিকেই পানি আর পানি। প্রতিনিনিই এসব এলাকার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে ভাসছে লৌহজং ও শ্রীনগর,টঙ্গীবাড়ী,সিরাজদিখান ও গজারিয়া উপজেলার গ্রামের পর গ্রাম।
পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের। আর এতে করে পানি বন্ধী হয়ে পড়েছে জেলার প্রায় ৫০ হাজারেরও বেশি পরিবার । দেখা দিয়েছে বিশুদ্ব পানি ও খাদ্য সংকটের।
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে তলিয়ে যাচ্ছে হাজার হাজার ঘরবাড়ী ও ফসলী জমি। দিন দিন বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৬ সেন্টিমিটার বেড়ে ৭.৩ সেন্টিমিটার বিপদ সীমার উপর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এভাবে আরো দু একদিন পানি বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারনা করছে।এদিকে এক দিকে যেমন হুহু করে বাড়ছে পানি । অন্যদিকে কয়েকদিন ধরে থেমে থেমে ঝড়ছে বৃস্টি।
ফলে পানিবন্দী পরিবারগুলোর দূর্ভোগের মাত্রা আরো বেড়েছে। প্রতিদিনিই জেলার উপজেলাগুলোর অসংখ্য গ্রামে পানি প্রবেশ করেছে। এতে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বানের তোরে ভেঙ্গে গেছে পদ্মা পাড়ের ভিটেবাড়ি ও ফসলি জমি। রাতের আঁধারেই ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে শত শত পরিবারকে।জেলা প্রশাসনের সূত্র মতে মুন্সীগঞ্জের ৬ টি উপজেলার ১৬ টি ইউনিয়নের একশোরো বেশি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে ।তবে প্রতিনিয়তই বাড়ছে এর সংখ্যা।
এদিকে মুন্সীগঞ্জ-লৌহজং-মাওয়া-বালিগাও প্রধান সড়ক ও শ্রীনগর-দোহার সড়ক বন্যার পানিতে প্লাবিত হওয়ায় যানবাহন চলাচল হুমকীর মুখে পড়েছে।
ভোরের ডাক
Leave a Reply