আরিফ হোসেনঃ বিলের চার দিকে থৈ থৈ পানি। পানির মধ্যে মাথা উচুঁ করে নিজর অস্তিত্ত্ব জানান দিচ্ছে হিজল গাছ। দুপাশের সারি সারি গাছ ফেলে সামনের দিকে এগিয়ে চলবে পালের নাও। পালের নাওয়ের ডেকে বসে বাতাসের তোরে এলোমেলো চুল সরাতে গিয়ে আপনি কি শিহরিত হবেন না? কোলাহল থেকে প্রাকৃতিক এই আবহ নিশ্চিত শিহরণ জাগাবে যখন তখন। পালের নাওয়ের ডেকে বসে নিজের দেহে শান্তির পরশে সত্যিই মনে পরে যাবে শাহ আব্দুল করিমের দেহ তত্বের গান, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নায়….
আপনি যদি সকালে পালের নাও নিয়ে বেরিয়ে পরেন তাহলে সন্ধ্যা নেমে গেলেও ফিরতে মন চাইবেনা। এই বর্ষায় যদি আপনি আড়িয়ল বিলে আসেন আর স্বচ্ছ জলে ¯œান না করেন তাহলে আপনার কাছে বিষয়টি মনে হতে পারে সমুদ্র সৈকতে গিয়ে পা না ভেজানোর মতো।
বর্ষার ভোরে পুরো বিল জুড়ে ফুটে থাকে সাদা শাপলা। স্বচ্ছ পানির বেশ কয়েক ফুট নীচ পর্যন্ত দেখা যায় লতা- গুল্ম। খালি চোখেই দেখা যায় ছোট ছোট মাছের দৌড়া দৌড়ি। একটু সময় নিয়ে যদি কোন বেসালের কাছে গিয়ে বসেন দেখতে পারবেন বিলের তাজা মাছ কি ভাবে লাফায়! ইচ্ছে করলে এই মাছ কিনে পালের নাওয়ের বাবুর্চির হাতে তুলে দিলে রান্না করে দিবে আপনার ইচ্ছে অনুযায়ী।
মাথার উপর সূর্যের তাপ অনুভব করলে পালের নাওয়ের নীচ তলায় সুন্দর ভাবে সাজানো তোশকে গা এলিয়ে দিয়ে আরাম করতে পারবেন নির্ভিগ্নে।
বিল থেকে খাল ধরে পালের নাও আপনাকে নিয়ে যেতে পারে ধলেশ^রী নদীতে। নদীর ধারে পালের নাও ভিরিয়ে দিলেই দল-বল নিয়ে শুরু করে দিতে পারবেন ফুটবল খেলা। চাইলে গোসলও সেরে নিতে পারেন। ফিরতি পথের শুরুতেই পালের নাওয়ের লোকজন পরিবেশন করবে দুপুরের খাবার। বিকেলের সময়টা বিলের মধ্যে বড় বড় দিঘি যা স্থানীয় ভাবে ড্যাংগা নামে পরিচিত এগুলোর পাড়ে নেমে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন। এখানে নানা রকম গাছের সমারোহ। বড় বড় ড্যাংগা গুলোর মাঝখানে রাখা কচুরি-নলখাগরার ঝোপে পাখা মেলে দিয়ে রোদ পোহাচ্ছে কানিবগ। ড্যাঙ্গার এমাথা ওমাথা চষে বেড়াচ্ছে পানকৌড়ির ঝাক। ডাহুক পাখি দৌড়ে পালাবে যখন তখন।
সন্ধ্যায় পালের নাওয়ে বসে চা বা কফির মগ হাতে পশ্চিমের ডুবতে বসা সূর্যর মোহনীয় রুপ ধরে রাখার জন্য ক্যামেরার ক্লিক না করলে হয়তো মিছ করে ফেলবেন অনেক কিছু। মাথার উপর দিয়ে পাখির ঝাক নীজ ঘরে ফিরতে ফিরতে আপনাকে মনে করিয়ে দিবে ফেরার পালা। ততোক্ষনে পালের নাওয়ের সাউন্ড সিস্টেমে চালিয়ে দিতে পারেন, আবার এলোযে সন্ধ্যা,শুধু দুজনে…….
কিভাবে যাবেনঃ রাজধানী ঢাকা থেকে আপনাকে প্রথমেই আসতে হবে শ্রীনগর। গুলিস্থান-যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ধরে সৌন্দর্যের নগর অর্থাৎ শ্রীনগর পৌছতে সময় লাগবে ৩০ মিনিট। শ্রীনগরের ছনবাড়ি বাসস্ট্যান্ডে নেমে অটো রিক্সা করে আসতে হবে গাদি ঘাট। গাদিঘাট যাওয়ার পথে আড়িয়ল বিলের দক্ষির পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শ্যামসিদ্ধির মঠ। আনুমানিক ২৪৭ বছরের পুরনো এই মঠটি ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ এবং সর্বোচ্চ স্মৃতিস্তম্ভ বলে বিবেচিত। অটো চালককে বললেই দেখিয়ে দিবে। ১০ মিনিটের জন্য দেখে নিতে পারেন প্রাচীন এই স্তম্ভ। মঠটির উচ্চতা প্রায় ২৪০ ফুট, মঠটির গায়ে সোনারং অঞ্চলের কিছু স্থাপত্য কর্মের নমুনা আছে যা দেখতে ঠিক ফনা বিশিষ্ট সর্পমূর্তি ও লতাপাতার অলংকরনের নকশা দিয়ে সজ্জিত।
গাদিঘাট পৌছলেই আপনাকে সাদরে গ্রহন করে নিবে পালের নাও। তার আগে আপনি বুকিং ও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন পালের নাওয়ের ব্যবস্থাপক মোঃ আজিজুল ইসলামের ০১৭৪৫০৫১৯২৭ এই নাম্বারে।
Leave a Reply