টঙ্গীবাড়িতে কনফেকশনারীতে চুরি

মোজাফফর হোসেন: টঙ্গীবাড়ি উপজেলার বেতকা চৌরাস্তায় হৃদয় অজান্তা কনফেকশনারীতে চুরি হয়েছে। বুধবার গভীর রাতে এ চুরি সংগঠিত হয়। বেতকা গ্রামের হোসেন মুন্সীর ছেলে সুমন (২২) কে আসামী করে টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কনফেকশনারীর মালিক সঙ্কর ভাওয়াল জানান আমার দোকানে চালের টিন কেটে প্রায় ১লক্ষ ২৫ হাজার টাকার মালামাল ও নগত ৩৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সঙ্কর ভাওয়াল আরো জানান বেতকা চৌরাস্তায় পুলিশ ও সিকিউরিটি গার্ড আমার দোকানের সামনেই পাহার দেয় তারপর ও এই দোকানে চুরি হয় কিভাবে। টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ হারুন অর রশীদ জানান অভিযোগ পেয়েছি পুলিশ আসামী ধরার জন্য অভিযান চালাচ্ছে।

Leave a Reply