করোনায় লৌহজং আওয়ামী লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট “শহীদুল ইসলাম মাষ্টার” (৫৯ ) সোমবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী,এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। করোনা রোগে আক্রান্ত হয়ে তিনি বেশ কিছুদিন ধরে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ মৃত্যুর কোলে ঢলে পড়ের। তাঁর মৃত্যুতে লৌহজং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

উল্ল্যেখ্য তিনি লৌহজং উপজেলার লৌহজং-টেউটিয়া ইউনিয়নের পাইকাড়া গ্রামের মরহুম খুয়াজ উদ্দিন শেখ এর বড় সন্তান। তিনি লৌহজং উপজেলা বাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। সোমবার বাদ আছর ব্রাক্ষনগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে তাকে মর্শদগাঁও কবরস্থানে দাফন করা হয়।

গ্রাম নগর বার্তা

Leave a Reply