মুন্সীগঞ্জে কালীদাস পন্ডিত সাগর নদীতে ভাসমান অবস্থায় শাহ আলম ফরাজি (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের উত্তর ইসলামপুর ফরাজিবাড়ী ঘাট এলাকার কালীদাস পন্ডিত সাগর নদীতে নির্মিত কাঠের পোলের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান।
মৃত শাহ আলম ফরাজি শহরের উত্তর ইসলামপুরের ফরাজিবাড়ী ঘাটের মৃত জাবেদ আলী ফরাজির ছেলে।
শাহ আলম ফরাজির পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাহ আলম ফরাজি। পরে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে তার মরদেহ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মো. আনিচুর রহমান জানান, বুধবার ভোরে স্থানীয়রা হাঁটতে বের হলে কাঠের পোলের নিচে মরদেহটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানান।
রাইজিংবিডি
Leave a Reply