শ্রীনগরে ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট!

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি গুরুত্বপূর্ণ রাস্তার ব্রিজের মুখ আটকিয়ে বালু ভরাট করায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে পড়েছে। এতে করে কৃষিজমিসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিমপাড়া খৈয়াগাঁও সড়কের ওই ব্রিজের এক পাশ বালু ভরাট করে আলাল শেখ ও গফুর শেখ। অভিযোগ ওঠে, স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হোসেন তাদের এ কাজে সহযোগিতা করেন।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির উত্তর পাশের মুখ আটকিয়ে বালু ভরাট করা হচ্ছে। এতে করে ব্রিজের দক্ষিণ পাশের চকের পানি বাধাগ্রস্ত হয়ে পড়ে। ওই এলাকার একমাত্র পানি নিষ্কাশনে স্থলটি বন্ধ হওয়ায় কৃষিজমিগুলো হুমকির মুখে।

ব্রিজসংলগ্ন বাড়ির বাসিন্দা বলেন, বালু ভরাটের সময় তাদের বাধা দেওঢয়া হয়েছিল। কিন্তু তিনি কারও কথা শুনেননি। স্থানীয়রা জানায়, ব্রিজের মুখ আটকা পড়ায় পানি নামতে পারছে না। এতে করে চকের শতশত আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। সময়মতো আবাদি জমিগুলো কোনো ফসল ফলানো সম্ভব হবে না। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তারা।

গফুর শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গায়টি তাদের। তাই বালু ভরাট করছেন। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হোসেন বলেন, তাদের কোনো থাকার জায়গা নেই। বাড়ি বানিয়ে তারা বসবাস করবেন। বালু ভরাট কাজে তাদের সহযোগিতার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সহযোগিতা করিনি। তবে পানি নিষ্কাশনের জন্য একটু জায়গা রেখে মাটি ভরাটের কথা বলছি।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রহিমা আক্তার জানান, আমি অবগত নই। সরেজমিনে গিয়ে দেখতে হবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

কালের কন্ঠ

Leave a Reply