মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরমুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল গনি (৫৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, গোপন সংবাদেও ভিক্তিতে সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরমুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট রোড সামনে মাদক ব্যাবসায়ী পিয়ার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এই সময় মাদক ব্যাবসায়ী আব্দুল গনিকে আটক করি। মাদকের ৭ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যাবসায়ী পিয়ার আলীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে পিয়ার আলী ও আব্দুল গনির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে জানান তিনি।
বিডি২৪লাইভ
Leave a Reply