মুন্সীগঞ্জ সিরাজদিখানে মফিজউদ্দিন শেখ (মফি) নামের ৬০ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। শুক্রবার রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এলাকাবাসী জানান, বিভিন্ন এনজিও ও এলাকাবাসীর কাছ থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রীর সাথে কলহ সৃষ্টি হয়। তারই জের ধরে আত্মহত্যা করতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
প্রতিবেশী সূত্রে জানা যায়, রাতে শুনেছি স্ট্রো করেছেন। সকালে জানতে পারি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
মৃত মফিজউদ্দিন শেখের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন।
সিরাজদিখান থানার এসআই মো: রিপন খান জানান, সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার প্রমাণ মিলেছে। অন্যকোনো কারণ আছে কী না খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের কারো কোনো অভিযোগ নেই। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নয়া দিগন্ত
Leave a Reply