নাসির উদ্দিন উজ্জ্বল: ন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় সাড়ে ৭ মেট্রিক টন মা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। সোমবার (২ নভেম্বর) রাতে লৌহজংয়ের কলমা ইউনিয়নের ডহরি গ্রামের সেন্টু সর্দারের বাড়িতে ইলিশের এই চালান জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লৌহজং উপজেলা সহকারী কশিমশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান অভিযান শেষে জানান, গোপন সংবাদের তথ্য মতে সেন্টু সর্দারের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকলে সেখানে ৫৯টি ককসিটের মুখ বন্ধ বাক্স পাওয়া যায়। বাক্সগুলোতে প্রায় সাড়ে সাত মেট্রিক টন মা ইলিশ পাওয়া যায়। যা বর্তমান বাজার মূল্য অর্ধকোটি টাকা। এ অভিযানের সময় মজুদকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, সরকার ১৪ অক্টোবর থেকে নদীতে মা ইলিশ ধরা নিষেধ করেছে, তারপরও কিছু অসাধু ব্যবসায়ী পদ্মা মেঘনায় মা ইলিশ শিকার করছে। তাদের কাছ থেকেই অল্পদামে এ সকল ইলিশ কিনে ওই ঘরটিতে মজুদ করা হয়েছিলো।
এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান ছাড়া আরও অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছ শিকদার, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান তালুকদার প্রমুখ।
সময় নিউজ
Leave a Reply