মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে; এছাড়া এ ঘটনায় আরেক শিশু আহত হয়েছে। নিহত মো. রাফিন (৪) উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামের রফিকুল মুন্সীর ছেলে।
উপজেলার ঘোড়দৌড় বাজারে বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান।
তিনি বলেন, দুপুরে দুই শিশু দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশা তাদের চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় অটোচালক শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাফিনকে মৃত ঘোষণা করেন।
মুসা (৭) নামে আহত আরেক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ
Leave a Reply