আরিফ হোসেন: শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাঁসাড়া জনকল্যান সমিতির মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন। শুক্রবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন।
হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির হোসেন নাসিমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খাঁন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ সেলিম আহমেদ ভূইয়া, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান খাঁন, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন,সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব,সাধারণ সম্পাদক আইয়ূব খাঁন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জসিম উদ্দিন মুকুল।
সম্মেলনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বায়োডাটা আহবান করা হয়। সংশ্লিষ্টরা জানান, পরবর্তীতে বায়োডাটা দেখে যোগ্যতার ভিত্তিতে কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
Leave a Reply