সিরাজদীখানে মিলাদের খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক নারীসহ আহত হয়েছেন ছয়জন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের গোয়ালখালী ডাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকপাড়া গ্রামের নবাব খান বার্ধক্যজনিত কারণে চার দিন আগে মারা যান। গতকাল মরহুম নবাব খানের স্ত্রী রহিমা বেগম বিকেলে তার বাড়িতে স্বামীর নামে মিলাদ ও মাহফিলের আয়োজন করেন। সেখানে বিরানি দেওয়া-নেওয়া নিয়ে দাওয়াতি মেহমান আতা খান ও সুমন মিয়া নামের দু’জনের কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যা সাড়ে ৭টায় ওই দু’পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আতা খান, হালিম মিয়া, রনি মিয়া, অজ্ঞাত এক নারীসহ ছয়জন আহত হন।
সিরাজদীখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত তিনজনকে ঢাকার মিটফোর্ড মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এলাকায় চিকিৎসা নিয়েছেন।
সমকাল
Leave a Reply