সিরাজদীখানে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় পলাতক আসামী গ্রেফতার

কাজী দীপু: মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামী লম্পট আওলাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে উপজেলার কুসুমপুর গ্রাম থেকে লম্পট ও মামলার পলাতক আসামী আওলাদকে গ্রেফতার করা হয়। সে কুসুমপুর গ্রামের মৃত মালেক বেপারীর ছেলে। বুধবার গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে হলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সিরাজদীখান থানার এস আই মামুন মিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মামুন মিয়া জানান, সম্প্রতি মধ্যবয়সী লম্পট আওলাদ হোসেন ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় থানায় মামলার রুজু হওয়ার পর থেকে আসামী আওলাদ পলাতক ছিল। ঘটনার পর থেকে আসামীকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেও নাগাল পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামীর মোবাইল ট্রাকিং করে অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার দিনগত মধ্যরাত সোয়া ১ টার দিকে অভিযান চালিয়ে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা আসামী আওলাদকে গ্রেফতার করা হয়।

গ্রাম নগর বার্তা

Leave a Reply