নিখোঁজের পর পুকুরের নিচে মিলল মরদেহ

রিয়াদ হোসাইন: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুরে মাটিচাপা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢালীকান্দি এলাকার একটি পুকুরে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইনসান সিকদার (২৫) ঢালীকান্দি মোল্লাবাড়ি গ্রামের প্রয়াত রফিকউদ্দিন সিকাদেরর ছেলে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়রি করেন। শুক্রবার সকালে স্থানীয়রা নিহতের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মাটিচাপা অবস্থার তার হাতের কিছু অংশ বের হয়ে আছে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে- তাকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে।

দৈনিক অধিকার

Leave a Reply