মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সালিসে ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন, মো. জামাল হোসেন (৫০), তার স্ত্রী নাসরিন বেগম (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৫৫), মো. রনি (২২), মো. ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২০)।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান জানান, নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে মামলাটি করে। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এজহার নামীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে গত বুধবার বিকেলে উত্তর ইসলামপুর এলাকায় দুটি কিশোর গ্যাং এর মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। সমস্যার সমাধান করতে সেদিন রাত সাড়ে ১০ টার দিকে দুই পক্ষকে নিয়ে সালিসে বসা হয়। সেখানে সৌরভ, অভি, সিহাব পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধান (৪০)। এ দুইপক্ষের সবার বাড়ি উত্তর ইসলামপুর এলাকায়।

এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থতি সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা বলেন, এলাকার কিশোর-তরুণদের কয়েকটি দলে বিভিক্ত। আধিপত্য নিয়ে পক্ষগুলো প্রায়ই ঝামেলায় জড়ায়। হত্যাকান্ডের ঘটনার পর থেকে এ গ্রামের প্রতিটি ঘরে, মানুষের চোখে-মুখে আতঙ্ক। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। শুধু এ গ্রামেই না সমগ্র জেলায় এক সাথে তিনটি হত্যাকান্ড আগে কখনো হয়নি। উড়তি বয়সের ছেলেদের বেপরোয়া চলা ফেরা, বিভিন্ন গ্রুপিংয়ের কারণে এমনটা ঘটেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি চান স্থানীয়রা।

দৈনিক অধিকার

Leave a Reply