মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতের ডাকা হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬শ’ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক রিমন হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সরকারি কর্তব্য পালনে বাধা দিয়ে জখম ও গুরুত্বর জখম, মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়ার অপরাধে মামলাটি হয়েছে।’
তিনি আরও বলেন, ঘটনার পর আটজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।’
উল্লেখ্য, গত রোববার (২৮ মার্চ) সিরাজদিখান উপজেলার শিকারপুর এলাকায় হারতাল পালন করে হেফাজতকর্মীরা। হেফাজতকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেস অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় হেফাজতের নায়েবে আমীর মধুপুর পীর আব্দুল হামিদ, সিরাজদিখান থানার ওসি এসএম জালাল উদ্দিন ও ১০ পুলিশসহ ৩০ জন আহত হন।
জাগো নিউজ
Leave a Reply