ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সিএনজি যাত্রীর সর্বস্ব ছিনতাই

আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক সিএনজি যাত্রীর সর্বস্ব কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকার সার্ভিস লেনে এঘটনা ঘটে।

ছিনতাইয়ের স্বীকার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর উপজেলার শিবচরের আব্দুল খালেক মাদবরের ছেলে জাকির মাদবর(৪০) লগডাউনে বাস বন্ধ থাকায় ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে শেয়ারিংয়ে সিএনজিতে ওঠেন। পরে যাত্রী বেশে ওই সিএনজিতে আরো ৩ জন ওঠেন। সিএনজিটি উমপাড়া এলাকায় পৌছলে চালক সহ ৪জন মিলে জাকির মাদবরকে ঘিরেধরে হাতুড়ি দিয়ে পিটানো শুরু করে। ছিনতাইকারীরা এসময় জাকির মাদবরের কাছ থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা, স্বর্ণের চেইন, অংটি ও মোবাইল ফোন সেট কেড়ে নেয়। সর্বস্ব কেড়ে নিয়ে ছিনতাইকারীরা জাকির মাদবরকে রাস্তার পাশে রেখে দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করেন।

এই বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই।

Leave a Reply