মুন্সীগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ভাটেরচর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনি নিহত হন।

নিহত কার্তিক দাসের (৫০) বাড়ি ময়মনসিংহ। তিনি ওই এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।

পুলিশ জানায়, কার্তিক রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি মিনি কভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কভার্ড ভ্যানটি তাকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ভাটেরচর সেতুতে আঘাত করে। পরে কভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে যান।

নিহত কার্তিক দাসের ছেলে সজীব দাস বলেন, সকাল ৬টার দিকে তার বাবা বাসা থেকে বের হন। পরে তারা সড়ক দুর্ঘটনার তার বাবা মারা গেছেন শুনে পুলিশ ফাঁড়িতে গিয়ে লাশ দেখতে পান।

বিডিনিউজ

Leave a Reply