সন্তানে হাতে টেটা- বল্লম দিয়ে সন্ত্রাসী না বানিয়ে বই খাতা নিয়ে স্কুলে পাঠান’ এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানের গ্রামবাসী স্বেচ্ছায় ১৩শত দেশীয় অস্ত্র, টেটা, বল্লব আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জমা দিয়েছে।
২৬মে বুধবার বিকাল ৫টায় উপজেলার বালুচর ৭ নং বিট পুলিশিং এর আয়োজনে ইউনিয়নের চরপানিয়া হাজীবাজার এলাকায় অনুষ্ঠানিক ভাবে দেশীয় অস্ত্র গুলো জামা দেয়া হয়।
দেশীয় অস্ত্র জামাদান অনুষ্ঠানটি সিরাজদীখান থানা পুলিশের উদ্যোগে বালুচর ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজহারুল ইসলাম, বালুচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিন উদ্দিন,সিরাজদীখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল।
বালুচর ইউনিয়নের ৩টি গ্রাম থেকে ১৩শ টেটা জমা দেওয়া হয়। টেটা জমা দানকারীকে প্রত্যেককে ফুল এবং চকলেট উপহার দেয়া হয়।
উপজেলার বালুরচর ইউনিয়নে টেঁটা, বল্লম, জুইত্যা, ছুরকি আর রামদার মতো ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে কয়েক যুগ যাবত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। টেঁটা যুদ্ধের জেরে মারা গেছে ১০ জন আর বাড়ীঘর ভাঙচুর, দখল ও অগ্নিসংযেগের ঘটনা ঘটেছে অসংখ্য। উপজেলার প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে বল্লম-টেঁটা বাহিনী।
এ সব বিরোধ নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে প্রশাসনের লোকজন স্থানীয় ভাবে মিমাংসার জন্য বহুবার বৈঠক ও আলোচনায় বসেও কোন সুরাহা হয়নি। বুধবার দেশেীয় অশ্র জমা দেওয়ার সময় উপস্থিত ব্যক্তিরা বলেছেন এবার কিছুটা হলেও টেঁটা যুদ্ধের অবসান হবে ।
সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,আশা করছি এই চরাঞ্চলের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট টেটা যুদ্ধ বন্ধ হরে।
জনকন্ঠ
Leave a Reply