বন্দরে গৃহবধূ আত্মহত্যার ঘটনায় প্রেমিক যুবলীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ভাড়াটিয়া এক প্রবাসীর স্ত্রী মুন্নী আত্মহত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক যুবলীগ নেতা মো. জুম্মান ওরফে পিস্তল জুম্মান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কলাগাছিয়া কল্যান্দী নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গৃহবধূ মুন্নী গত ২১শে জুন রাতে ভাড়া বাসায় আত্মহত্যা করেন।

পরে সোমবার রাতে মুন্নীর পিতা মনির হোসেন বাদী হয়ে পরকীয়া প্রেমিক যুবলীগ নেতা জুম্মানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে জুম্মানকে গ্রেপ্তারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুম্মান পশ্চিম কল্যান্দী গ্রামের রাজা মিয়ার ছেলে। নিহত মুন্নীর বাবা শেখ মনির হোসেন জানান, ১০ বছর আগে মুন্সীগঞ্জ সদর থানা এলাকার মো. স্বপন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে মুন্নীর বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর জুম্মানের পরকীয়ায় ঘটনায় স্বামী-স্ত্রী’র মধ্যে কলহর কারণে প্রবাসী জামাতার বিরুদ্ধে মুন্নী আদালতে একটি মামলা দায়ের করেছিল। এর মধ্যে বন্দর উপজেলার পশ্চিম কল্যান্দী গ্রামের জুম্মান ফুসলিয়ে মুন্সীগঞ্জ থেকে বন্দরে মুন্নীকে এনে নিজ গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি ভাড়া নেয়।

জুম্মান মুন্নীকে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। বিয়ের চাপ দেয়ায় জুম্মান মুন্নীকে নির্যাতন করতো। ওই বাড়িতে বসবাসের ১৩ দিনের মধ্যে গত ২১শে জুন রাতে সন্তানকে ঘুমিয়ে রেখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মুন্নী।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার সেকেন্ড অফিসার মোদাচ্ছের জানান, প্রাথমিক তদন্তে পরকীয়ায় জড়িয়ে প্রেমিক জুম্মানের প্ররোচনায় মুন্নী মৃত্যুর পথ বেঁছে নিতে বাধ্য হয়। গোপন সংবাদে ভিত্তিতে গত মঙ্গলবার রাতে জুম্মানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মানবজমিন

Leave a Reply