চাঁদা তুলতে গিয়ে পিটুনিতে চাঁদাবাজ নিহত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের মারধরে মামুন বেপারী (৩২) নামে এক চাঁদাবাজ নিহত হয়েছেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব সিধারচর এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া জামালপুরের মোহাম্মদ আলীর ছেলে। তিনি একজন চিহ্নিত চাঁদাবাজ বলে জানিয়েছে নৌপুলিশ।

চাঁদপুরের বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরে মেঘনা নদীতে ট্রলারযোগে মামুনসহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সঙ্গে তাদের মারামারি হলে মামুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পথে বের হয় এবং রাস্তায় তার মৃত্যু হয়। এরমধ্যে বাল্কহেডটি অন্যত্র চলে যায়।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিছ উদ্দিন জানান, নিহতের লাশ তার স্বজনরা গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে ঘটনাটি নদীর যে অংশে ঘটেছে সেটি মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পড়েছে। তাই এখন গজারিয়া থানা থেকে শুধুমাত্র নিহত মরদেহের সুরতহাল করা হবে। মামলা মতলব উত্তর থানায় করা হবে।

ব.ম শামীম/ঢাকা পোষ্ট

Leave a Reply