শ্রীনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ

রেলওয়ের লোকজনের অসাবধানতার জন্য আবাদি সবজির জমি নষ্ট হচ্ছে বলে শ্রীনগরে এক ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ তোলে। উপজেলার সদর ইউনিয়নের হরপাড়া ও বেজগাঁও মৌজায় অবস্থিত জমিতে বিভিন্ন আগাম সবজি নষ্ট হয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠে। এ ঘটনায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবর ক্ষতিগ্রস্ত মো. কাজল নামে এক কৃষক লিখিত আবেদন করেন।

সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেছে, ছনবাড়ি এলাকায় নির্মাণাধীন রেলওয়ে লাইনের সামান্য পশ্চিম দিকে কয়েকটি জমিতে বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে। অধিকাংশ জমিতেই বৃষ্টির ঢলের পানি ও বালুতে সবজি বাগানের ক্ষতি হচ্ছে। লক্ষ্য করা গেছে, এখানে পানি নিস্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানায়, হরপাড়ার কৃষক মো. কাজল জমি এগ্রিমেন্ট নিয়ে সবজির চাষাবাদ করেন। এসব জমির উৎপাদীত সবজি বিক্রি করেই জীবন নির্বাহ করেন তিনি। প্রায় দেড়যুগ ধরে তিনি আগাম বিভিন্ন সবজির চাষ করে আসছে। গত বছর থেকেই এসব সবজি বাগান ক্ষতির সম্মূখীন হচ্ছে এমনটাই জানান তারা।

তালিকাভুক্ত কৃষক মো. কাজল বলেন, রেলওয়ে লাইনের প্রজেক্ট থেকে পানি ও বালু আসার কারণে আমার সবজির জমি নষ্ট হচ্ছে। আমি তাদেরকে বহুবার অনুরোধ করেছি খালের দিকে পানি নিস্কাশন ব্যবস্থা করতে। বৃষ্টির ঢলের পানির সাথে বালু এসে সবজি জমি চাপা পড়ছে। বাধ্য হয়েই উপজেলা প্রশাসনকে জানাই।

উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী জানান, এ বিষয়ে তিনি খোঁজ খবর নিবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, ভূক্তভোগী এক কৃষকের লিখিত আবেদন হাতে পেয়েছে। নির্মাণাধীন রেল লাইন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply