মুন্সীগঞ্জের সিরাজদিখানে শতাধিক দেশীয় অস্ত্র টেটা- বল্লম উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুর ১ টায় দিকে সিরাজদিখান (সার্কেল)সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. আব্দুল কাদির সঙ্গীয় ফার্স নিয়ে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চাদেরচর গ্রামে অভিযান চালিয়ে ১ শতাধীক দেশীয় অস্ত্র টেটা- বল্লম উদ্ধার ও ১ জনকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সাহাদাৎ (২৮) উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামর শাহআলমের ছেলে।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মাহাম্মদ বোরহান উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন,বর্তমানর শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে দশীয় অস্ত্র মজুদ করে মারামারি করার প্রস্থতি নেয়। গাপন সংবাদের ভিত্তিতে চাদেরচর গ্রামের শাহআলমের বাড়িতে অভিযান পরিচালনা করে ছেলে সাহাদাৎতের হেফাজতে থাকা ১শতাধীক দেশীয় অস্ত্র টেটা-বল্লম উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধ মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
Leave a Reply