আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামের নবম শ্রেণীর ছাত্রী অফরিন। প্রতিবেশী অপ্রাপ্ত বয়স্ক ইমনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জানা গেছে, অফরিনের বাবা ব্যবসার কাজে শ্রীনগরের বাইরে থাকেন। সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন মা । অপরদিকে স্কুল বন্ধ থাকায় তার হাতে অফরন্ত সময়। প্রেমিকের সাথে ফোনালাপ,দেখা-সাক্ষাতের এক পর্যায়ে দু’জনই সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার। গত ২ দিন আগে তারা পালিয়ে গিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের হলফ নামায় সাক্ষর করে। যার আইনগত কোন ভিত্তি নেই। বিয়ে হয়ে গেছে ধারণা করে ২ দিন পর তারা শ্রীনগরে চলে আসে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌসকে সহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এসময় ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ ছেলে-মেয়ে ও তাদের অভিবাবকদের ইউনিয়ন পরিষদে ডেকে আনেন। পরে অপ্রাপ্ত বয়স্ক এই বিয়েতে একজন ব্যবসায়ীর মধ্যস্থতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। ছেলে-মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেলে কে তার মায়ের ও মেয়েকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয় এবং বিয়ের বয়স না হওয়া পর্যন্ত দায় দায়িত্ব তাদের উপর ন্যাস্ত করা হয়। এসময় মধ্যস্থতাকারী ব্যবসায়ীকে তিরস্কার করা হয়। পরে মুচলেকা দিয়ে অভিবাবকরা তাদের ছেলে-মেয়েকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
Leave a Reply