গজারিয়ায় ধারালো অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক নাসিরউদ্দিন কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন গজারিয়া থানা পুলিশ। গতকাল শনিবার (২৮ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার বাসভবন এলাকা থেকে নাসির উদ্দিনকে আটক করে গজারিয়া তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। আটককৃত নাসিরউদ্দিন হোসেন্দী ইউনিয়ন, হোসেন্দি আশরাফী গ্রামের খোকন মিয়ার ছেলে।

গজারিয়া থানা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান আমি ঢাকায় ছিলাম। আটক নাসির উদ্দিনকে উপজেলা নির্বাহি অফিসার বাসভবন এলাকা থেকে আনসার সদস্যরা আটক করে তাকে গজারিয়া তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয় তারপর এসআই সুজিত গজারিয়া থানায় হস্তান্তর করেন।

হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন জানান আটক নাসির উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। অস্ত্রসহ নাসিরউদ্দিন আটক সংবাদটি পেয়ে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আমার কমিটিতে এই ধরনের সদস্য প্রত্যাশা করি না।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান একটি ধারালো অস্ত্রসহ আটক নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ

Leave a Reply