ভাঙ্গায় স্বামীর যন্ত্রণায় স্ত্রীর আত্মহত্যা!

ফরিদপুরের ভাঙ্গায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মিথিলা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার গভীর রাতে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চরপাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারের অভিযোগ, আট বছর আগে মোতালেবের মেয়ে মিথিলা আক্তারের সাথে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আর্দিপাড়া কানাই নগর গ্রামের রব শেখের ছেলে শাকিল শেখের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল।

নিহতের বাবা মোতালেন মাতুব্বর জানান, মেয়ের ননদ ও শাশুড়ি মিলে প্রায়ই ঝগড়া করতো। আমার মেয়ে তার স্বামী, ননদ ও শাশুড়ির নির্যাতন ও যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছে।

তিনি আরো বলেন, গত পরশু আমার দুই নাতিকে ছাড়াই মেয়েকে মেরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার রাতেও আমার মেয়ে তার স্বামীকে মোবাইল ফোনে তাকে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্ত তার স্বামী মোবাইলে অনবরত গালাগাল করতে থাকে। এতে অভিমানে আমার মেয়ে বাড়ির পাশে সফেদা গাছের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।

সকালে ভাঙ্গা থানা পুলিশের এসআই সুমন ও এসআই আনোয়ার ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নয়া দিগন্ত

Leave a Reply