গজারিয়ায় বড় ভাইকে খুনের অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে লাঠি দিয়ে আঘাত করে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার নিহত ব্যক্তির স্ত্রী কাকুলি বেগম (২৫) বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ছোট ভাইকে গ্রেপ্তার করে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম মাসুম সরকার (৩৫)। তিনি ছোট বসুরচর গ্রামের খলিলুর রহমান সরকারের বড় ছেলে। আর মামলার আসামির মাসুমের ছোট ভাই হৃদয় সরকার (৩০)।

ওসি রইছ উদ্দিন বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৮টায় বড় ভাই মাসুমকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই হৃদয়ের বিরুদ্ধে। এরপর স্বজনরা মাসুমকে মুমূর্ষু অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।’

‘আজ সকালে নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতের স্ত্রীর মামলার পরিপ্রেক্ষিতে হৃদয়কে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর ইসলামবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বড় ভাইকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন’, বলেন তিনি।

স্টার অনলাইন

Leave a Reply