মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার পরদিন আরিফ হাওলাদার (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আড়িয়ল গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ছেলে। আরিফ হাওলাদারের চাচাতো ভাই বাবুল টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করলে আড়িয়াল গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন টঙ্গীবাড়ী থানার এসআই টুটুল।
স্থানীয় বাসিন্দা অনিক জানান, কুমিল্লা জেলার একটি মেয়ের সঙ্গে আরিফ হাওলাদারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির পরিবার শুক্রবার অন্যত্র মেয়েটিকে বিয়ে দিয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন আরিফ। আরিফ ওই মেয়েটিকে অনেক ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তারা।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মাহাবুব আলম সুমন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আত্মহত্যার সঠিক তথ্য জানা যাবে।
যুগান্তর
Leave a Reply