শ্রীনগরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

শ্রীনগরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। উপজেলার ষোলঘর ইউনিয়নের লঞ্চ ঘাট কালী বাড়ি এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি শাহ আলম ও আব্দুল বারেক গ্রুপের মধ্যে গত বুধবার প্রথম দফায় সংঘর্ষ হয়। এর পর থেকেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা বিরাজ শুরু করে। এর পর গত শুক্রবার সন্ধ্যার দিকে পুনরায় দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮/১০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহন করে। এদের মধ্যে ছরিকাঘাতে আহত ইমান আলীকে আশংঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এ ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply