সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান শহরে কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। তিনজনই বিমানবন্দরে কর্মরত ছিলেন। পরপর দুটি ড্রোন হামলায় ১০ জন আহত হন। বাংলাদেশি ছাড়াও ৬ জন সৌদি ও একজন সুদানের নাগরিক রয়েছেন।আহত তিন বাংলাদেশির মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে।
এ সম্পর্কে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের বাড়ি মুন্সীগঞ্জ, অপরজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। মুন্সীগঞ্জের মনির হোসেন টঙ্গিবাড়ী উপজেলার আশদী গ্রামের বাশিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। অপর আহত মো. ইউসুফ আলী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কালিচাপুর গ্রামের লোক। তার পায়ে সামান্য আঘাত লেগেছে। তবে তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি কিং ফাহাদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইয়েমেন সীমান্তের কাছাকাছি কিং আব্দুল্লাহ বিমানবন্দরে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।তবে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সরকারি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, বোমাভর্তি ড্রোন ব্যবহার করে এটা কার্যকর করা হয়েছিল।
তিনি জানান, বেসামরিক লোকদেরকেই এই হামলার টার্গেট করা হয়। হামলায় বিমানবন্দরের সামনের জানালা ভেঙে গেছে বলে জানান এই মুখপাত্র।আরব জোটের সরকারি মুখপাত্র এই হামলার জন্য ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের দায়ী করেছেন।বলেছেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়া বেসামরিক ব্যক্তি ও বেসামরিক বস্তুগুলোকে টার্গেট করার চেষ্টার মাধ্যমে অনৈতিক চর্চা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে,২০১৫ সন থেকে ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল হুথি বিদ্রোহীরা।কিছুদিন পর হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। এর আগে কয়েক দফায় ড্রোন হামলা হয়। সর্বশেষ হামলা হয় ৩১শে আগস্ট। এতে ৮ জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় একটি বেসামরিক বিমান।
voabangla
Leave a Reply