আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আজিম খানকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানিয়েছেন নেতা-কর্মীরা। রবিবার বিকালে মজিদপুর দয়হাটা মাতৃছায়া কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন।
বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফজজুল করিম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাব্বির শেখের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ সেলিম আহমেদ ভূইয়া, সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আজিম হোসেন খান ও বীরতারা ইউনিয়নের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা গত নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে বিজয়ী বর্তমান চেয়ারম্যান আজিম হোসেন খানকে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
Leave a Reply