শ্রীনগরের আটপাড়ায় এক চেয়ারম্যান প্রাার্থীর বিরুদ্ধে অপর প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপর চেয়ারম্যান প্রার্থীর ১ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮ দিকে বাড়ৈগাও এলাকায় সংঘঠিত এই ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই সময় আটপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আইয়ূব আলী আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী ফজলুর রহমানের চশমা প্রতিকের নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে তার কর্মী মোঃ সজীব দেওয়ান ২৭ কে মারধর করে। এসময় সজিব দেওয়ানকে জোর করে আইয়ূব আলীর লোকজন তার আনারস প্রতিকের ব্যাজ পরিয়ে দেয় এবং ফজলুর রহমানের পক্ষে নির্বাচন করা করার জন্য নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনার পরপরই উত্তেজনা সৃষ্টি হয়।

শ্রীনগর থানার এস আই ইলিয়াস হোসেন দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply