শ্রীনগরে নৌকা প্রতীক পেয়ে প্রার্থী বিব্রত : বক্তব্যের ভিডিও ভাইরাল

আরিফ হোসেনঃ শ্রীনগরে নৌকা প্রতীক পেয়ে বিব্রতকর অবস্থায় পরেছেন এক প্রার্থী। হঠাৎ করে নৌকা পাওয়ার পর দলীয় নেতা কর্মীদের পাশে না পেয়ে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আক্তার হোসেন মিন্টুর বিব্রতকর অবস্থার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ৩১ অক্টোবর সন্ধায় তার অসহায়ত্বের কথা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে একটি অনুষ্টানে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এসময় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এসময় ধমক দিয়ে আক্তার হোসেন মিন্টুর বক্তব্য থামিয়ে দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন মিন্টু তার বক্তব্যে বলছেন, আমি নৌকা প্রতীক পাবো তা ভাবিনি। আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার সময় আমি ডাক্তারের চেম্বারে ছিলাম। ফোনে জানার পর বিশ^াষ হয়নি। যিনি ফোন দিয়েছেন তাকে বলেছি আমার সাথে দুষ্টামি কইরেন না। আসলে আমি নির্বাচন করার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। বর্তমানে স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন বাবুকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য তালিকার প্রথমে তার নাম রেখে নিয়ম অনুযায়ী ৫ জনের নামের তালিকায় দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক হিসাবে আমার নাম দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর আমি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ সেলিম আহমেদ ভূইয়া ও সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেনের সাথে সভায় বসে জানিয়ে দেই বাবু স্বতন্ত্র নির্বাচন করলে আমি নৌকার প্রার্থী হিসাবে সেখানে ফেল করবো। যে বিজয়ী হবে নৌকা তাকে দেন। তা না হলে নৌকা এখানে আবার ফেল করবে। বাবু চায়ের পেছনে যে টাকা খরচ করবে আমি তাও পারবো না। সেলফির জন্য অনেকে আওয়ামী লীগের সাথে আছে কিন্তু নৌকার ভোট নাই। তারা সবাই বাবুর সাথে আছে। অনেক নেতা মেম্বার পদে দাড়িয়ে তাদের ভোট চাইতে গিয়ে বলে আমরা নৌকার ভোট চাইতে পারবো না।

ভিডিওতে আরো দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন বলছেন, মিন্টু ২৬ অক্টোবর তার প্রার্থীতা প্রত্যাহার করতে চেয়েছিল। কিন্তু নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার করা ইজ্জতের বিষয়। তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় থাকতে বলা হয়েছে।

এব্যাপারে আক্তার হোসেন মিন্টু ৩ নভেম্বর সাংবাদিকদের বলেন, আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি। ওই দিন বক্তব্যের পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় ৮ ভাগ নেতা আমার সাথে প্রচারণায় এসেছে। এখনো আওয়ামী লীগের ১২ ভাগ নেতা স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন বাবুর হয়ে মাঠে কাজ করছে।

Leave a Reply