মুন্সীগঞ্জে ৩০ বছর ধরে বাঁশের সাঁকোয় পারাপার হচ্ছে ৫ গ্রামের মানুষ

মুন্সীগঞ্জে, বিগত ৩০ বছর ধরে রজত রেখা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন ৫ গ্রামের মানুষ। সরকারের পর সরকার বদল হয়,কিন্তু এসব গ্রামের মানুষগুলোর ভাগ্য বদল হয় না। ব্রিজ না থাকায় যাতায়াত করতে হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে। অপরদিকে দুটি গুচ্ছগ্রামে পরিবার রয়েছে ৮৬ টি। জেলা শহরের যেতে হলে,এ সাঁকো পার হয়ে, টঙ্গিবাড়ীর আলদি বাজার হয়ে যাওয়ার ফলে চরম ভোগান্তিতে পরতে হয় তাদের।

মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ৫ টি গ্রামের মানুষের ভোগান্তির কারন হয়েছে, রজত রেখা নদী ওপরে বাঁশের সাঁকো। বিগত ৩০বছর ধরে এ পথ দিয়ে চলাচল করছেন, ইউনিয়নটির গাব্বার ঢালী কান্দি,চর সেরজাবাদ,চর ছোট কেওয়ার,মোল্লাবাড়ী ও খাস মোল্লাকান্দীসহ, দুটি সরকারী গুচ্ছ গ্রামের বাসিন্দারা।

প্রতিদিন এই সাঁকো দিয়ে শিশু ও নারী পুরুষের পাশাপাশি স্কুল,কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পারাপার হতে হয়। শুধু তাই নয়, এ গ্রামগুলোর সাথে সড়ক পথে মুন্সীগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন। যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন, এই বাঁশের সাঁকো দিয়ে। তাই সরকারের কাছে একটা ব্রিজের দাবী জানিয়েছেন এলাকাবাসী

শিগরিই রজত রেখা নদীর ওপর ব্রিজের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুততম সময়ে এ নদীর ওপর ব্রিজ নির্মিত হলে মুন্সীগঞ্জ শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে জানান,এ পথে চলাচলকারীরা।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

Leave a Reply