শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী ও নারী শিশুসহ তিন জন আহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী, নারী-শিশুসহ একই পরিবারের তিন জন্য আহত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাসুর নতুন বাজার এলাকায় সাহেব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাহেব আলীর পুত্র এসএসসি পরীক্ষার্থী আমিনুল এর সঙ্গে একই এলাকার ফিরোজের মধ্যে কয়েক দিন আগে ঝগড়া বাধে। এরই জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সাহেব আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাহেব আলীর পরিবারের তিন জন্য গুরুতর আহত হয়। আহত সাহেব আলীর পুত্র আমিনুল (১৬), স্ত্রী চায়না বেগম (৩৫) ও শিশুপুত্র সিফাত (১০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।

এ ঘটনায় সাহেব আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছেন। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম অভিযোগ দায়েরের কথা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক

Leave a Reply