আশুলিয়ার চাঞ্চল্যকর ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি সাব্বিরকে (২১) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ এর এএসপি মিডিয়া মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকায় ৩ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ভিকটিম আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পরপরই আসামি সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে গোয়েন্দা ও স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা থেকে বুধবার (২২ ডিসেম্বর) ধর্ষককে গ্রেফতার করে বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিটাইপ
Leave a Reply