মুন্সীগঞ্জে বিজয়ী হলেন যারা

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ৪র্থ ধাপের ১৪ টি ইউনিয়ন পরিষদর নির্বাচনে বিছিন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু ভাবে সম্পন হয়েছে। সিরাজদীখানের একটি কেদ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগ সমর্থিত একটি গ্রুপ। এতে পুলিশ দখলকারীদের হটাতে ৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করছে। প্রায় ১৫ মিনিট ধরে এঘটনা ঘটলেও ওই কেদ্রের ভাট গ্রহন সম্পন হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বেলা পৌনে ১১টার দিক পাশবর্তী কেরানীগঞ্জ উপজেলার আওয়ামীলীগর সমর্থিত বহিরাগতরা সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খাসকান্দি উচবিদ্যালয় কেদ্রটি দখলের চেষ্টা করে। এসময় পুলিশ তাদের হটিয় দেয়।

কেন্দ্রটি দখল চেষ্টাকারীরা কেন্দ্রের পাশেই একটি জায়গায় জড়ো হয় কেদ্রটি আবারো দখলর প্রস্থতি নিচ্ছিল। এসময় পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ তাদের হটাতে গেলে দখল চেষ্টাকারীরা আইন শৃঙখলা বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিেশর একটি গাড়ীর সামনের গ্লাস ও বনট ক্ষতিগ্রস্ত হয়। এসময় পুলিশ তাদের হটাতে ৮ রাউন্ড ফাঁকা (রাবার বুলেট) গুলি বর্ষণ কর। তবে পুলিশের তৎপরাতায় ১৫ মিনিটের মধ্যেই কেদ্রটিতে আবারো ভাট গ্রহন শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদীখান ও টঙ্গীবাড়ি সার্কল) রাশেদুল ইসলাম ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন,‘পুলিশ দখল চেষ্টাকারীদের হটাত ৮ রাউন্ড রাবার বুলেট উপর দিকে বর্ষন করেছ। আইনশখলা বাহিনীর তৎপরতায় তাৎক্ষনিক ভাবেই ভোট কেদ্রে সুষ্ঠু পরিবেশ ফিরে আসে এবং ভোট গ্রহন স্বাভাবিকভাবে সম্পন হয়।

এ ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪৪টি ভোট কেন্দ্রগুলিতে ভোটারের স্বতস্ফুর্ত উপস্থিতির কারণে সরব হয়ে উঠেছিল। উৎসব মুখর পরিবেশ নারী ভাটারর উপস্থতি ছিল লক্ষনীয়। বেলা ১০ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেদ্রে গিয়ে দেখা যায়, নারী পুরুষ ভোটারদের ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগর ৭ জন ও বিদ্রাহী ৫ জন, স্বতন্ত্র ১ জন এবং বিকল্প ধারার ১ জন। সিরাজদীখান উপজেলায় ১৪টি ইউনিয়ন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিন শেষে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী সামছুল হুদা বাবুল, শেখরনগর ইউনিয়ন নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগর প্রার্থী দেবব্রত সরকার টুটুল, রাজানগর ইউনিয়ন নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগর প্রার্থী মজিবুর রহমান, কেয়াইন ইউনিয়ন নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মো.আশ্রাফ আলী শেখ, বাসাইল ইউনিয়ন নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের সাইফুল ইসলাম যুবরাজ, লতব্দী ইউনিয়ন নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী হাফেজ মো.ফজলু, রশুনিয়া ইউনিয়ন নির্বাচিত হয়েছেন বিদ্রোহী আবু সাঈদ, বালুচর ইউনিয়ন স্বতন্ত প্রার্থী মো. আওলাদ হোসেন, বয়রাগাদী ইউনিয়ন বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান সোহাগ, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সানজিদা আক্তার, মধ্যপাড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মো. করিম হাজী, ইছাপুড়া ইউনিয়ন আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী সুমন মিয়া, জৈনসার ইউনিয়ন বিদ্রোহী রফিকুল ইসলাম দুদু এবং কোলা ইউনিয়ন বিকল্প ধারা সমর্থিত প্রাথী সাইফুল ইসলাম মিটু।

সিরাজদীখান উপজেলায় ১৪ টি ইউনিয়নের মধ্যে ৬৬ চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৫ প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৪৫৪ প্রার্থী নির্বাচন করেন। সিরাজদীখান উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ১৪৪টি কেদ্রে ভোটগ্রহণ করা হয় ।

সিরাজদীখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম জানান, উপজেলার ১৪ টি ইউনিয়নে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন হয়েছে। একটি কেদ্রে বিছিন্ন একটি ঘটনা ব্যাতিত কোথাও কোন আর অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভাটারদের উপস্থিত ছিল ব্যাপক। এই নির্বাচনে জনগনের সষ্টি নির্বিঘ করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে।

বিডি২৪লাইভ

Leave a Reply