মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে বয়রাগাদি ইউপি নির্বাচনে প্রাপ্ত ৮ হাজার ১০১ ভোটের মধ্যে মাত্র ৩৯০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী মো. শহিদুল্লাহ। জামানত রক্ষায় তার প্রয়োজন ছিলো মোট ভোটের সাড়ে ১২ শতাংশ অর্থাৎ একহাজার ১৩ ভোট।
একই ইউনিয়নে ১৫৬ ভোট পেয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী আমির হোসেনেরও জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
রোববার চতুর্থ ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ৭টিতে জয়লাভ করে নৌকার প্রার্থীরা। ৫টিতে আ.লীগের বিদ্রোহী, একটিতে বিকল্পধারা ও একটিতে সতন্ত্র প্রার্থী জয় লাভ করে।
১৪টি ইউনিয়নের মধ্যে নৌকার পক্ষে সবচেয়ে কম ভোট পড়ে বয়রাগাদি ইউপিতে। বয়রাগাদিতে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ.লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মো. গোলাম হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্রপ্রার্থী মো. আলাউদ্দিন (মোটরসাইকেল) পেয়েছেন তিন হাজার ৫১৫ ভোট।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাচন ককর্মকর্তা শাহিনা ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী মোট ভোটের সাড়ে ১২ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। বয়রাগাদি ইউনিয়নের নৌকার প্রার্থীরসহ যেসব ইউনিয়নের প্রার্থীরা সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নৌকার পরাজিত প্রার্থী মো. শহিদুল্লাহ জানান, আমার ইউনিয়নে দুজন দলীয় বিদ্রোহী ছিলেন। নির্বাচনে নৌকার পক্ষে দলীয় কোন নেতাকর্মীকে পাশে পাইনি। সব নেতা-কর্মীরা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করে। বিদ্রোহীরা প্রচুর টাকা খরচ করে। সেই সাথে এলাকাটিও বিএনপি অধ্যুষিত। বিএনপির লোকজন কখনো নৌকাকে ভোট দিবে না। এসব কারণে নৌকার পরাজয় হয়েছে।
সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, ১৪টি ইউনিয়নের জন্য তৃণমূলে মতামতের ভিত্তিতে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। কেন্দ্র থেকে এক নম্বরে থাকা নামগুলো বাদ দিয়ে অন্যদের নৌকা দেওয়া হয়। বাদ পড়া ব্যক্তিরা বিদ্রোহী হয়ে নির্বাচন করে। তারা জয়লাভ করে। মূলত তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করার করণেই ৭টি ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে। একটি জামানত বাজেয়াপ্ত হয়েছে।
অবজারভার
Leave a Reply