গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা, গুলিবর্ষণ

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহর বাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহর বড়ভাই হাফিজুর রহমান খান তার পক্ষে প্রচারণা চালিয়ে গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ইমামপুর আন্তা পুকুর সংলগ্ন ব্রিজ আসলে দুর্বৃত্তরা তার গাড়িবহর লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এ ঘটনার কিছুক্ষণ পর থেকে ইমামপুর গ্রামের ব্রিজ থেকে গুলি বর্ষণ করতে করতে জিন্নাহ চেয়ারম্যানের বাড়ি অভিমুখে আগাতে থাকে কয়েকজন বন্দুকধারী। এ সময় জিন্নাহ বাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলিবর্ষণ করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় তারা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জানান, এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। সাধারণ মানুষ বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফিজ্জুজামান খান জিতুর সমর্থকরাই এ কাজ করেছে অভিযোগ করে অস্ত্রবাজদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফিজুজ্জামান খান জিতুর বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। স্থানীয়রা গুলিবর্ষণের মতো কয়েকটি শব্দ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজজি

Leave a Reply