গজারিয়ায় নৌকার সমর্থকদের উপর হামলা, গুলিবিদ্ধ ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের উপর হামলার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইমামপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জাবের খান (২২) আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুজ্জামান খান জিতুর ভাতিজা; তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া আরেক আহত ইমামপুর গ্রামের বাদল খানের ছেলে ইউসুফ খানকে (৩৩) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা জানান, সিএনজিযোগে উপজেলার করিম খাঁ গ্রাম থেকে ইমামপুরে নিজ বাড়িতে যাওয়ার পথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহর বাড়ির সামনের রাস্তায় এলে তাদের গতিরোধ করে একদল লোক। এ সময় তাদের পিটিয়ে আহত করা হয়।

এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে হামলাকারীরা গুলি চালায়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুন নাহার বলেন, “জাবের খানের শরীরে ‘গুলি জাতীয় বস্তুর’ আঘাত রয়েছে। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়েছি। আহত অপরজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফিজ্জুজামান খান জিতু বলেন, “প্রতিপক্ষের লোকজন নানাভাবে আমার সমর্থকদের মারধর ও হুমকি-ধামকি দিয়ে আসছে। আজকে আমার ভাতিজা গুলিবিদ্ধ হলো। আমি নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত।”

এই ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহর মোবাইলে একাধিবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফিজ্জুজামান খান জিতু থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চম ধাপে বুধবার [৫ জানুয়ারি] মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সাতটি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ

Leave a Reply