মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সরকারী হরগঙ্গা কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারী হরগঙ্গা কলেজ শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
এর আগে সকাল ৯টার দিকে সরকারী হরগঙ্গা কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আলোচনা সাভায় উপস্থিত হন। আলোচনা সভা শেষে দুপুর ১ টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল মৃধার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সরকারী হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ খান মোঃ রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, সদর উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক সুরুজ মিয়া, সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান লাকুম, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সরকারী হরগঙ্গা কলেজ শাখার সভাপতি নিবির আহম্মেদ, সরকারী হরগঙ্গা কলেজ শাখার সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সরকারী হরগঙ্গা কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক রায়হান আহমেদ রাফি।
বিডি২৪লাইভ
Leave a Reply