মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে ১৮১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার ভবেরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সজিবুর রহমান ঢালী (৩৪), মো: রিপন সরকার (৪২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, গজারিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
এ সময় গজারিয়া থানার ভবেরচর দক্ষিন পাড়া এলাকার দখলীয় বসতঘরে ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ সজিবুর রহমান ঢালীকে (৩৪) আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷
এদিকে, অপর অভিযানে ভবেরচর একই এলাকায় মোঃ রিপন সরকারের(৪২) কাছ থেকে ১৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গজারিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷
শেয়ার বিজ
Leave a Reply