মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবরদের বিরুদ্ধে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছ একটি বসতঘর।
এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে জান্নাতুল ফেরদৌস পান্নাকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছেলে নাজমুল হাসানও (১৬) আহত হয়। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মহাকালি ইউনিয়নের সাতানিখিল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত পান্না বেগম বলেন, আমার স্বামী নজরুল ইসলাম শিকদার মারা যাওয়ার পর থেকে আমাদের বসতঘরটি জোর করে দখল করতে চায় আমার দেবর কামরুল ও রফিকুল। তারা দীর্ঘদিন ধরে আমাদের নানাভাবে হয়রানি করে আসছে। কোনোভাবে বাড়ি থেকে তাড়াতে না পেরে রাতে আমাকেসহ আমার দুই ছেলে ও এক মেয়েকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে। পরে স্থানীয়রা আগুন দেখে আমাদের উদ্ধার করে। তবে এর মধ্যে আমাদের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব খান বলেন, আগুনের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন
Leave a Reply