মুন্সীগঞ্জে নিখোঁজ হওয়ার নয় দিন পর এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে একটি পরিত্যক্ত বাগানে অর্ধগলিত লাশটি পাওয়া যায় বলে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান।
মৃত জাহিদ হোসেন (২১) গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের ছেলে।
ওসি মো. রইছ উদ্দিন জানান, প্রতিদিনের মত গত ৩১ জানুয়ারি আনুমানিক সকাল ৬টার দিকে শরীরচর্চার জন্য জাহিদ বের হয়ে আর বাড়ি ফিরেননি।
“জাহিদের বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে পরিত্যক্ত একটি বাগান থেকে বুধবার তার লাশ উদ্ধার করে পুলিশ।”
প্রাথমিকভাবে ঘটনাটি ‘আত্মহত্যা’ মনে হলেও ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ
Leave a Reply