বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল শিল্পনগরীর নির্মাণাধীন আবাসন প্রকল্প ব্যবস্থাপনার খামখেয়ালিতে চাষ অনুপযোগী হয়ে পড়েছে শতাধিক একর তিন ফসলি চাষের জমি। এতে সরাসরি ক্ষতির মুখে পড়েছেন অর্ধশতাধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষক। ফসলহানিসহ জমি অনাবাদি থাকায় অনেকে পড়েছেন আর্থিক অনটনের মুখে।
এদিকে ক্ষতিপূরণসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এসব কৃষক পাচ্ছেন না কোনো প্রতিকার। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের আশায় এসব কৃষক।
জানা যায়, আধুনিক কেমিক্যাল শিল্প পার্ক গড়ে তুলতে উপজেলার চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট, গুয়ালখালি, ও কামারকান্দা মৌজার ৩১০ একর জমিতে কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রকল্প একনেকে অনুমোদন হয়। যার ব্যয় ধরা হয় এক হাজার ৩ কোটি টাকা। ইতোমধ্যে জমি অধিগ্রহন প্রক্রিয়া শেষ করে দ্রুত মাটি ভরাটের কাজ চলছে ।
নিচু আবাদি জমি ভরাটের মাধ্যমে উন্নয়নের জন্য ২০২১ সালে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাটি ভরাটের সময় বালুর সঙ্গে পানি প্রবেশ করে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বালু ও পানি ছড়িয়ে পড়ে আশপাশের আবাদি জমিতে।ফলে নষ্ট হয়ে যায় শতাধিক একর আবাদি জমির ফসল।
চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুলহুদা বাবুল ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,‘একাধিক কৃষক আমার কাছে অভিযোগ করেছে । গত আইনশৃঙ্খলা মিটিংএ আমি প্রশাসনকে অবহিত করেছি, আশা করছি খুব শীঘ্রই এর সমাধান হবে ।’
ক্ষতিগ্রস্ত কৃষক মোখলেসুর রহমান জানান, ‘আমার তিন ফসলি জমিতে এবার চাষাবাদ করতে পারিনি । এ বছর পুরো সময়টাতেই জমিতে বালু আর পানি দিয়ে ভরে গেছে । এতে প্রায় আমার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । ’
সিরাজদিখান উপজেলা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ভরাটের কারনে কৃষকদের কিছু ক্ষতি হয়েছে এ বিষয়ে প্রকল্প পরিচালকের সাথে আমার কথা হয়েছে। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি সমাধান হবে ।’
কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান বলেন,‘ভুক্তভোগী অনেক কৃষক আমার কাছে আসছিল তবে ২ মাসে আগে তাদের ফসলের কিছু ক্ষতি হয়েছে তবে এখন ক্ষতির পরিমাণটা কমে গেছে ।’
সোনালীনিউজ
কেমিক্যাল শিল্প পার্ক সিরাজদিখান এর কাজ দ্রুত শেষ করা হলে কৃষকদের ক্ষতি কম হবে তাই কর্তৃপক্ষের বিশেষ দ্রুত শেষ করা উচিত প্রকল্পটি