মুন্সীগঞ্জে দুই ইউপি সদস্যসহ ৬ বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জে দুই ধফায় সাবেক নারী ও পুরুষ ইউপি সদস্যের বাড়িসহ ৬টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরাঞ্চল পূর্ব মাকাহাটি, মধ্যে মাকাহাটি ও মহেশপুর গ্রামে এসব বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় পূর্ব মাকাহাটি গ্রামের বাসিন্দা সাবেক নারী ইউপি সদস্য হালিমা বেগম, মহেশপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল সরকার ও আওয়ামী লীগ নেতা ইউসুফ ফকিরের শ্বশুর মধ্যে মাকাহাটি গ্রামের নুর মোহাম্মদ সরকারের বাড়িঘরসহ ৬টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা হালিমা মেম্বারের বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া জামাল সরকার মেম্বরের বাড়ির ফয়সাল সরকারের ঘরে ভাঙচুর চালিয়ে একটি স্বর্ণের হার লুটে নিয়ে আসভাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাদের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছে।

স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকালে দুই ধফা আতিক মল্লিক, বর্তমান মেম্বার খলিল মাঝি ও ১ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম গ্রুপের লোকজন প্রতিপক্ষ জাহাঙ্গীর হোসেন সরকার ও ইউসুফ হাসান ফকিরের লোকজনের পুরুষশূন্য বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল

Leave a Reply