শ্রীনগরের ভাগ্যকুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মদদে হামলার অভিযোগ: আহত ৫

আরিফ হোসেন: শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৫জন আহত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের মদদে শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে মনির হোসেন মিটুল এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি মারামারি থামাতে গেলে উল্টো তাকে মেরে আহত করা হয়।

স্থানীয়রা জানায়, মান্দ্রা গ্রামের শহিদুল ইসলাম লিপুর সাথে একই গ্রামের সোহগদের সাথে জায়গা সম্পত্তি নীয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শহিদুল ইসলাম লিপুর বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। সে সময় গাছের একটি ছোট ডাল কাটাকে কেন্দ্র করে সোহাগের সাথে টিউবয়েল মিস্ত্রীদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে সোহাগ ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের মদদ পেয়ে লিপুদের উপর হামলা চালায়। ।

এতে লিপু গ্রুপের আব্দুল রশিদ মৃধার ছেলে শহিদুল ইসলাম লিপু(৫০),জাকির হেসেনের ছেলে আসিফ(২০) সহ বেশ কয়েকজন আহত হয়। অপরদিকে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মনির হোসেন মিটুল দাবী করেন মারামারি থামাতে গিয়ে তিনি হাতে ব্যাথা পেয়েছেন।

আহত শাহীদুল ইসলাম লিপু বলেন, কয়েকদিন আগে আমার বাড়িতে টিউবওয়েল স্থাপনের সময় সোহাগেদের একটি আম গাছের চারা আমার মিস্ত্রীরা অসাবধানতাবশত ভেঙ্গে ফেলে। তা নিয়ে সোহাগেরা আমাদের অনেক গালিগালাজ করে। আমি আজ দুপুরে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সোহাগ তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় মনির হোসেন মিটুল ঘটনা স্থলে উপস্থিত থেকে হামলায় মদদ দেয়। মিটুলের মদদে সোহাগ, সুলতান মাহামুদ তপু, রবিন সর্দার ও একলাছ খোরা আমাদেরকে মারধর করে।

মনির হোসেন মিটুল সাংবাদিকদের বলেন, আমার মদদে হামলার অভিযোগ বানোয়াট। আমি ওদের মারামারি দেখে থামাতে যাই। এসময় আমার উপর হমলা হয়। আমি হতে প্রচন্ড আঘাত পেয়েছি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply