আরিফ হোসেনঃ শ্রীনগরে ২ চাইনিজ রেস্টুরেন্ট সহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গল বার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের আদালত এই জরিমানা আদায় করেন।
মঙ্গলবার দুপুরে শ্রীনগর বাজারের ভোজের আড্ডা ও কোয়ালিটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালায় মোবাইল কোর্ট। এসময় আদালত চাইনিজ রেস্টেুরেন্টে পর্দা ঘেরা খুপড়ি ঘর সারিয়ে ফেলার নির্দেশ দেন। এসময় ভোক্তা অধিকার আইনে কোয়ালিটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের ৫টি ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স রাখার অপরাধে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে মোটরযান আইনে আদালত ৪জন চালককে ৪ হাজার টাকা জরিমানা করেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply