মুন্সীগঞ্জের লৌহজংয়ে নাশকতা প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ দুই দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের সুন্দিসার গ্রামের বাগের বাড়ি নদীর পাড় থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ মসদগাঁও গ্রামের মৃত হুকুম আলী হাওলাদারের ছেলে কাশেম হাওলাদার (৫৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর গ্রামের চাঁন মিয়া শেখের ছেলে আনোয়ার শেখ (৩৯)।
লৌহজং থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বেজগাঁও ইউনিয়নের বাগের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ৪টি রামদা, ৩টি ছেন, ১টি সাদা প্লাস্টিকের বস্তা, একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জনকে আটক করা হয়।
গ্রামনগর বার্তা
Leave a Reply